কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করলেন।
রবিবার(০২ মে) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি(সাবেক বানিজ্য মন্ত্রী)জনাব টিপু মুন্সী এমপি ।এছাড়াও বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া,ভাইস চেয়ারম্যান মনজুদার রহমান মিলন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বীরমুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপি। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানগণ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে,গত ৮ মে কাউনিয়া উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গত ২৮ মে রংপুর সার্কিট হাউসে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিভাগীয় কমিশনার শপথ বাক্য পাঠ করান।


0 coment rios: