কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবল থাকলে যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছা যায় তার উৎকৃষ্ট উদাহরণ কলি রানী। সে এবার কাউনিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে চলতি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ ৩.৫০ পয়েন্ট অর্জন করে। কলি রানী উপজেলার গদাই গ্রামের ঝুপালী রানীর মেয়ে,জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী কলি রানী,তবুও থেমে যায়নি লেখাপড়া, যখন তৃতীয় শ্রেণীতে পড়েন তখন তার পিতা মনোরঞ্জন রায় পরলোকগমন করেন।
কলি রানীর ৩ ভাই ৩ বোন। কলি রানী সবার ছোট। পরিবারের সহযোগিতা আর প্রতিবন্ধকতাকে জয় করে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন তার স্বপ্ন পূরণের আশায় শুধু তাই নয় সে ভাল গান গাইতে পারে। গানগেয়ে একাধীক সম্মাননা স্মারক পেয়েছেন। পা দিয়ে চালাতে পারেন কম্পিউটার ও মোবাইল ফোন, কলি রানীর ইচ্ছে পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান, এজন্য যত প্রতিবন্ধকথা আসুক লক্ষ পূরণ করতে চান মা-ভাইদের। দেখিয়ে দিতে চান ইচ্ছের কাছে বাধা নয় শারীরিক প্রতিবন্ধকতা। পঞ্চম শ্রেণীতে সে পা দিয়ে লেখে এ গ্রেড পেয়েছিলেন কালি রানী। কলি রানীর মা রুপালি রানীর জানায় জন্ম থেকেই তার মেয়ের হাতের আঙুল নেই হাত বাকা ও ছোট তাই হাত দিয়ে কলম ধরতে পারেন না মেয়ের অদম্য ইচ্ছা শক্তি দৃড় মনোবল দিয়ে ডান পা দিয়ে আস্তে আস্তে লেখা শুরু করেন, ধীরে ধীরে লিখতে লিখতে দ্রুত গতিতে লেখার কৌশল আয়ত্ব করে। তিনি তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। কাউনিয়া কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আজম বলেন,পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে অদম্য শিক্ষার্থী কলি রানী। একাদশ শ্রেণিতে কাউনিয়া কলেজে ভর্তি হলে কলেজের সকল বেতন মওকুফ করে সব ধরনের সুবিধা দেয়া হবে বলে ।কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান,কলি রানী কাউনিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে চলতি এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৩.৫০ পয়েন্ট অর্জন করে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি। আমরা চাই তার অদম্য অগ্রযাত্রা যেন থেমে না যায়। সে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। এজন্য উপজেলা প্রশাসন পাশে থাকবে।
.jpeg)

0 coment rios: