সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, March 6, 2024

কাউনিয়া তিস্তার চরে মিষ্টি কুমড়াক্ষেত পরিদর্শনে ইউএনও

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ার তিস্তা চরে মিষ্টি কুমড়া চাষ করে স্বনাম অর্জন করেছেন কাউনিয়ার তিস্তা পারের মানুষ তাই তিস্তা চরে মিষ্টি কুমড়া ক্ষেত পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চড়ে মিষ্টি কুমড়া ও তরমুজ,সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছে। সোমবার দুপুর ১ টায় আঙ্কর্শিক ভাবে উপজলো কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহনাজ পারভীন এর আমন্ত্রনে,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সামিউল আলম,উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ এ.এস.এম. আরিফ মাহফুজ,উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমী বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল আহমেদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার. তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ আকতার জাহান,উপসহকারী কৃষি অফিসার মোঃ মাহফুজ আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা,শ্রী বাদল চন্দ্র বর্ম্মনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শাহনাজ পারভীন সাথী বলেন,তিস্তা নদীর এ চরে  প্রায় ৭৫০ একর জমিতে কুমড়ার চাষ হয়েছে। ২৮০জন কৃষককে সহযোগীতা দেওয়া হয়েছে রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট সার, ফেরোমন ফাঁদ,হলুদ স্টিকি ফাঁদ,ট্রাইকো কম্পোস্ট, ট্রাইকো লিচেট ইত্যাদি। একই জাত কয়েক বছর ধরে চাষ করায় বীজ বাহিত ভাইরাসের আক্রমণ একটু বেশি, তাই ফলন কিছুটা কম হয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছি সঠিক পরিচর্যার,পরের বছর জাত পরিবর্তনসহ বীজ ক্রয়ের বিষয়ে কৃষি অফিসের পরামর্শ নিতে বলা হয়েছে।বর্তমানে মিষ্টি কুমড়ার কেজি প্রতি দাম ২০ টাকার বেশি একাধিক কৃষক বিক্রি করা শুরু করেছেন।চলতি মৌসুমে আবহাওয়া আনুকলে থাকায় পিঁয়াজ,রসুন,আলু, বেগুন, মুলা,বাদাম,কাঁচামরিচসহ বিভিন্ন প্রকারের সবজির ফলন ভাল হয়েছে আশা করি লাভবান হবেন কৃষকরা।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: