রতন রায়হান, রংপুর। প্রধান অতিথি : জনাব মোঃ আলতাব হোসেন প্যানেল চেয়ারম্যান - জেলা পরিষদ রংপুর বিশেষ অতিথি : জনাব মোঃ আলিমুল রেজা খান জুয়েল, চেয়ারম্যান - মায়াবাজার কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (মাকু)
জনাব মোঃ মকছুদার রহমান, প্রধান শিক্ষক- হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী চারটি স্কুলের নাম হল যথাক্রমেঃ হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাদক নির্মূলরোধে এই রকম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হারাগাছ তথা কাউনিয়া উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা ছড়িয়ে যাক আমরা যেনো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-ছাত্রীদের স্মার্ট করে গড়ে তুলতে পারি, পরিশেষে তিনি এই সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং আগামীতে এই সংগঠনটির পাশে থাকবেন বলে জানান । বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, হারাগাছে এ রকম সুন্দর একটা সংগঠন এ আমাকে আমিন্ত্রত করায় ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের সকলকে এবং এ রকম সামাজিক সুন্দর সংগঠনের পাশে মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (মাকু) সর্বদা পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।


0 coment rios: