কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা
প্রশাসনের সহযোগিতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১ কেজি করে সরি
ষা বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণের মধ্যদিয়ে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা উৎপাদনের জন্য ১৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিদুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহনাজ পারভীন সাথী। এসময় উপজেলাসমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,মোঃ ইসারত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহনাজ পারভীন সাথী জানান, ১৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রবি সরিষা বীজ ও এমওপি ও ডিওপি সার বিতরণ করা হয়েছে। এবার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ১৭১০ হেক্টর।
.jpg)

0 coment rios: