কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ শুক্রবার(27 অক্টোবর) সন্ধ্যায় এসআই মোঃ সাজু মিয়ার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাউনিয়া থানাধীন নিজপাড়া মৌজাস্থ আল মদিনা হোটেল এর সামনে রংপুর-কুড়িগ্রাম
মহাসড়কে তল্লাশীকরে মোঃ শাহিন মিয়া(৩৬) গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ শাহিন মিয়া(৩৬) লালমনিরহাট ওয়ারলেছ কলোনীর মোঃ মোজাহার আলীর ছেলে। কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, কাউনিয়া থানাধীন নিজপাড়া মৌজাস্থ আল মদিনা হোটেল এর সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকিং ডিউটি করেন। ডিউটি করাকালীন সন্ধায় অটোচার্জা এর যাত্রী ১। মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা- মোঃ মোজাহার আলী, মাতা-মৃত সুখী বেগম, স্থায়ী সাং-সরকারপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর, এপি সাং- লালমনিরহাট ওয়ারলেছ কলোনী, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট এর দেহ তল্লাশি করে। তল্লাশীকালে আসামীর কোমরের মধ্যে বিশেষ কায়দায় পাটের রশি দ্বারা বাধা লাল পলিথিনে মোড়ানো অবস্থায় ০১(এক) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মন্তাসের বিল্লাহ্ বলেন,আসামীর বিরুদ্ধে কাউনিয়া থানার মামলা নং-২০ তারিখ-২৭/১০/২০২৩ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) রুজু করা হইয়াছে। আগামীকাল সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


0 coment rios: