সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, October 29, 2023

কাউনিয়ায় হরতালে মাঠে নেই বিএনপি-পুলিশের অভিযানে আটক-১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রংপুরের কাউনিয়ায় ঢিলে-ঢালাভাবে চলছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে উপজেলার গুরুত্বপূর্ন সড়কগুলোতে যানবাহন চলতে দেখা গেছে।



তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে।হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট যথারীতি খুলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীদের এবং হয়নি কোথাও মিছিল-সমাবেশ। বিএনপির অফিসেও দেখা গেছে তালা ঝুলছে।অপ্রীতিকর ঘটনাতে এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুরপাল্লার কোন যানবাহন যাতায়াত করতে দেখা যায়নি। তবে সড়কে রিক্সা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারী চালিত তিন চাকার বিভিন্ন বাহন ছিলো চোখে পড়ার মত। যাতায়াতের ক্ষেত্রে চার চাকার গাড়ির পরিবর্তে তিন চাকার এসব পরিবহণ ব্যবহার করছে সাধারণ মানুষ। শনিবার সন্ধা থেকে রবিবার ভোর বেলা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা শাখার সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবু হাসান রায়হান রুশো কে আটক করেছে পুলিশ। আটককৃত রুশো সদর ইউনিয়ন এর হরিশ^র গ্রামের মৃত রবিউল হাসান এর ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোন্তাসের বিল্লাহ্ বলেন, রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অপরাধে ১৫১ ধারায় একজনকে আটক করে, রবিবার সকালে রংপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। দিনব্যাপী হরতালে যেকোন ধরণের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন সহ টহল টিম কাজ করছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: