রতন রায়হান, রংপুর।হারাগাছ একাডেমি ফর ডিবেটিং এন্ড ক্যারিয়ার আয়োজিত মায়া ১ম কাউনিয়া আন্ত: স্কুল জিসি
কাপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩১/০৮/২০২৩ ইং তারিখ বিকাল ৩ টায় হারাগাছের হাজী কমপ্লেক্স হলরুলে হারাগাছ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল ইমলাম মায়া। এসময় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামিল আক্তার জামিল, হারাগাছ সরকারী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, দরদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোফাখখারুল ইসলাম মিলন, সাহিত্যিক ও শিক্ষক মাসুদ মোরশেদ, সমাজসেবক রাশিদ রায়হান কবির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, কোরআন তেলওয়াত করেন ফাহিম ফারদিন। আবৃতি করেন আফিফা, তাসলিম, রাকিবুল ইসলাম রাকিব। দেশাত্বকবোধক গান পরিচালনা করেন- ছামিরা, নিরা, আনিকা, সিনথিয়া, ফাহিম, ইতি, রাকিব, সজনি, সুবর্ণা ও আয়শ।
0 coment rios: