কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগে বিয়ের দাবিতে অনশন করছে এক শিক্ষার্থী। অনশনরত শিক্ষার্থী কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরনলস্কর গ্রামের মোস্তফা সরকারের মেয়ে কাউনিয়া কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এবং রংপুরের একটি কোচিং সেন্টারের শিক্ষক
নুপুর বেগম বলেন, গত ৪ বছর আগে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী এলাকার আব্দুর রউফ এর বড় ছেলে ফজলে রাব্বি চঞ্চলের সাথে তার পরিচয়।পরিচয় থেকে ভালো লাগা এবং ভালোবাসা। শুরুতে মোবাইলে কথোপকথন হলেও এক সময় সেটা গড়ায় শারীরিকভাবে। নুপুর জানায় চঞ্চলের সাথে সম্পর্ক অবস্থায় তার পরিবার তাকে অন্য ছেলের সাথে বিয়ে দেয়। বিয়ের পরেও চঞ্চল তার সাথে যোগাযোগ ঠিক রাখে এবং ওই স্বামীকে তালাক দিয়ে আসতে বলে। কিছু দিন আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে আসার পর গত কোরবানীর ঈদে রংপুরের একটি আবাসিক হোটেলে তাকে নিয়ে সময় কাটায় চঞ্চল। এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় বলে অবস্থানরত শিক্ষার্থী জানায়। প্রেমিকের সাথে যোগাযোগ না থাকায় বাধ্য হয়ে মঙ্গলবার সন্ধ্যার চঞ্চলের বাড়িতে চলে আসি।এ বিষয়ে ছেলের বাবা আব্দুর রউফ বলেন, আমার ছেলে বাড়িতে নাই। মেয়ে যে দাবি করছে তার কাছে যদি কোন তথ্য প্রমান থাকে সেগুলো দেখালে বিবেচনা করবো।
0 coment rios: