রতন রায়হান, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএমবার, পিপিএমবার হারাগাছ থানা পরিদর্শন করেন এবং থানার সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।গতকাল বুধবার বিকেলে হারাগাছ থানায় পুলিশ আরএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে গার্ড অব অনার
প্রদান করা হয়। সালাম গ্রহণ শেষে আরএমপি কমিশনার থানা পুলিশের গার্ড পরিদর্শন করেন। পরে হারাগাছ থানা পুলিশের সাথে মতবিনিময় সভায় মিলিত হন আরএমপি কমিশনার। মতবিনিময় সভায় পুলিশ কমিশনার হারাগাছ ও আশপাশ এলাকা থেকে মাদক এবং জুয়া নির্মল এর বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা, সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন এবং উল্লেখিত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। পরবর্তীতে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা, অস্ত্রগার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি, সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) সোহানুর রহমান সোহাগ, হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক সহ অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দরা।
0 coment rios: