কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলায় তালুকদার মার্কেটের আগুনে পুড়ে যাওয়া ৮ দোকান ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা কৃষকলীগ।
শুক্রবার বিকেলে কাউনিয়া মাছ ও কাঁচা বাজার সামনে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা কৃষকলীগের অন্যতম সদস্য ও হারাগাছ পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মনজুদার রহমান মিলন এর নিজস্ব অর্থায়নে আগুনে পুরে যাওয়া ৮ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রসঃ গত রবিবার (০২ জুলাই) গভীর রাতে উপজেলার বাসস্ট্যান্ডে কাঁচামাল বাজারে কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষক লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, শহিদবাগ ইউনিয়ন আওয়ামীলগ নেতা বাংলাদেশ আওয়ামীলীগ হারাগাছ পৌর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফিরোজ কবির,কৃষকলীগের সহ সভাপতি উজ্জল সরকার বাদল,টেপামধুপুর আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া,অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার প্রদীপ কুমার গোস্বামী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি,পরেশ চক্রবর্তী সহকারী শিক্ষক অভয় চন্দ্র উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জহির রায়হান, শহিদবাগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইছা মিয়া প্রমূখ।
0 coment rios: