কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ ঈদ ছুটির ৪ দিন পরেও কাউনিয়ায় সাব-রেজিস্টার অফিসের তালা খোলা হয়নি বলে অভিযোগ উঠেছে। ঈদের পর ২ জুলাই থেকে অফিস খোঁলার কথা থাকলেও বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে সাবরেজিস্টারের অফিসে তালা ঝুলছে। কয়েকজন দলিল লেখক ও প্রত্যক্ষদর্শী কাছে
জানতে চাইলে তারা বলেন ঈদের পর ২ জুলাই রবিবার সরকারি অফিস খোলার দিন ধার্য্য থাকলেও কোন কর্মচারী অফিসে আসেনি। ফলে জমি ক্রেতা বিক্রেতারা অফিসে এসে দলিল সম্পাদনা করতে এসে ফিরে যাচ্ছে।এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সাবরেজিস্টার অফিসের অফিস সহকারী আতাউর রহমান মুঠোফোনে বলেন তিনি বুধবার সকাল ৮টা থেকে অফিস খুলে ১১ টা পর্যন্ত থেকে কাজ না থাকায় চলে গেছেন। এদিকে সাংবাদিকরা আসার খবর শুনে দুপুর ১২টা
ত্রিশ মিনিটে নৈশ্য প্রহরী মানিক ও টিসি মহরা অতুল এসে অফিস খুলে ভিতরে প্রবেশ করে। এ ব্যাপারে জানতে চাইলে সাব-রেজিস্টার রফিকুল ইসলাম (মুঠোফোনে) জানান, আমি ছুটিতে আছি কিন্তু অফিসের কার্যক্রম বন্ধ থাকবে কেন। আপনি (সাংবাদিক) ভালো করে খোঁজ নেন,আমি কিছুক্ষন আগে কেরাণীর সাথে কথা বলেছি সে অফিসে বসে কাজ করছে আপনি বলছেন অফিস বন্ধ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, নিয়ম অনুযায়ী অফিস খোলার কথা কেন অফিস খোলা হয়নি বিষয়টি খতিয়ে দেখছি।
0 coment rios: