সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Saturday, May 20, 2023

কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত-আটক ৪

কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় ফুটবল খেলা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আশিকুর রহমান নামের এক কলেজ ছাত্র শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ অভিযান চালিয়ে নিজপাড়া গ্রামের আতিকুর রহমান নামের এক যুবক কে রাতেই গ্রেফতার করেছে। থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে শুক্রবার বিকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিজপাড়া ও হরিশ্বর গ্রামের যুবকরা ফুটবল খেলার আয়োজন করে। ফুটবল খেলা কে কেন্দ্র করে খেলার মাঠে আশিকুর রহমান ও আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়।

খেলার মাঠের ঝগড়ার জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে কাউনিয়া গালর্স স্কুলে মোড়ে আতিকুর রহমান ও কলেজ ছাত্র আশিকুর রহমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশিকুর রহমান সহ ৫ কিশোর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার মধ্যে গুরুত্বর আহত আশিকুর রহমানের অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে সে মারা যায়। আশিকুর রহমান উপজেলার হরিশ্বর রেল স্টেশন কলোনী দোলাপাড়া গ্রামের তফেল উদ্দিনের পুত্র। সে কাউনিয়া কলেজের ছাত্র। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ জানান, অভিযান চালিয়ে রাতেই নিজপাড়া গ্রামের মৃত খায়রুল ইসলাম কালুর ছেলে আতিকুর রহমান নামের এক যুবক কে আটক করা হয়েছে। এবং শনিবার দুপুরে আল-মামুন (২১),পিতা নুরুল ইসলাম, গ্রাম সাহাবাজ ও রেজাউল হাসান রাহি(২১) পিতা,শাহ আলম গ্রাম গঙ্গানারায়ন ও বাবু পিতা মোঃ মফিজ উদ্দিন গ্রাম নিজপাড়া কে গ্রেফতার করা হয়। নিহতে মা মোছাঃ আবেদা বেগম ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের নামে মামলা দায়ের করেন। আজ বিকালে নিহত আশিকুরের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।















নৌকা হচ্ছে মানুষের উন্নয়নের প্রতীক- কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, বাংলাদেশকে উন্নয়নের শিখরে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনও বিকল্প নাই। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন সেবা পাবে। দেশের উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার। নৌকা হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক। বাণিজ্যমন্ত্রী রংপুরে দুই দিনের সফরে এসে শনিবার (২০ মে) কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা নয়াটারী গ্রামে নিহত আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার পরিবারকে সমবেদনা ও কবর জিয়ারত করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নের পরিবর্তে আবারও সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। বিগত সরকারের আমলে দেশের এতো উন্নয়ন হয় নাই। এলাকা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মানুষ নৌকার বিজয় নিশ্চিত করবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার। স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকান্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ঘটনায় কেন্দ্রীয় ভাবে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকান্ডের সাথে দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে। মামলা হয়েছে, পুলিশ তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনবে। এসময় বানিজ্যমন্ত্রীর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সহসভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুল হান্নান সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।


কাউনিয়ায় কৃষক লীগের  পরিচিতি সভা অনুষ্ঠিত

কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় কৃষক লীগের নতুন কমিটির  পরিচিতি ও কৃষক লীগকে গতিশীল করার লক্ষে আলোচনা সভা  গত শুক্রবার   সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । উক্ত পরিচিতি সভা উপজেলা কৃষক লীগের  সভাপতি   মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের,জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মশি উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জহির রায়হান, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ,রাকিবুল ইসলাম রাকিব, বালাপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, শহীদবাগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইসা মিয়া, ক্র্শুা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কৃষক লীগ নেতা সুজন চন্দ্র বর্মন, ৬ নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, সদস্য দুলাল মিয়া, ৪ নং ওয়াড সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায় কার্তিক, ৫ নং ওয়ার্ড সভাপতি শ্রী গোপাল চন্দ্র শীল প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: