কাউনিয়ায়(রংপুর) প্রতিনিধি : কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের হঠাৎ ঝড়ের তান্ডবে অসহায় দিনমজুর আমিনুর এর থাকার ঘড় লন্ড ভন্ড করে দেয় কয়েক মিনিটের ঝর। সেই থেকে অন্যর বাড়িতে বসবাস করেছে অসহায় দিনমজুর আমিনুর সরেজমিনে হারাগাছ ইউনিয়নে চর নাজিরদহ (ঝাকুয়া টারি) গ্রামে গিয়ে দেখা যায় যে ঘুর্নি ঝড়ে দিনমজুর আমিনুরের থাকার ঘড় লন্ড ভন্ড করে দিয়ে যায়।
অসহায় আমিনুর টাকা এবং কাজ না থাকায় এবং জন প্রতিনিধির ও প্রশাসনের র সার্বিক সহযোগীতাই এখন একমাত্র ভরসা। এই বিষয়ে উক্ত ইউপি সদস্যা মোছাঃ মোর্শিদা বেগম ঔ দিন মুজুরের বাড়ি পরিদর্শন করে বলেন ইউএনও স্যারের সাথে কথা বলেছি উনি আশ^াস দিয়ে বলেছেন ছবি আইডি কার্ড এর সহ তালিকা করে দিতে বলেছেন। আমি পরিষদে এই বিষয়ে কথাবলে দেখি কি এই বিষয়ে করা যায়। আমিনুর তার বৃদ্ধ মা,এক ছেলে,মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করে।
.jpg)

0 coment rios: