কাউনিয়া(রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জানু মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্লার ছেলে বীর
মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত আর্মি জানু মোল্লা ( ৮০) শুক্রবার রাত ১টার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শনিবার বাদ যোহর রাষ্ট্রীয় সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা তারিন এবং রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম ও কাউনিয়া থানা অফিসা (ইন্চার্জ)মোঃ মোন্তাছের বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, কুর্শা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা জানু মোল্লার মৃত্যুতে স্কয়ার ল্যাবরেটরি স্কুল পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
.jpg)

0 coment rios: