সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Tuesday, January 17, 2023

সোনালী’র পর এবার জনতা ব্যাংকের নীচ থেকে টাকা ছিনতাই-আতংকে গ্রাহক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় জনতা ব্যাংক থেকে ৯০ হাজার টাকা তুলে দোতলা থেকে নীচে নামার পর পরই আত্মীর পরিচয় দিয়ে চা-পান খাওয়ার কথা বলে পকেটে হাত দিয়ে ৫০ হাজার টাকার একটি বান্ডিল কৌশলে ছিনিয়ে নিয়ে পালিয়েছে ওই অপরিচিত লোকটি। এঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জনতা ব্যাংক ও টেস্টি পয়েন্ট হোটেলের পানের দোকানের

 সামনে। প্রত্যক্ষতর্শী সূত্রে জানাগেছে জনতা ব্যাংকে ৯০ হাজার টাকা তুলতে আসেন উপজেলার কুর্শা ইউনিয়নের রামনাথ  গ্রামের নুর মোহাম্মদের পুত্র ব্যবসায়ী আল-আমীন মিয়া। সে দুপুরে বাড়ি থেকে এসে জনতা ব্যাংকের নিজ একাউন্ট থেকে ৯০ হাজার টাকা তুলেন। এর মধ্যে একটি বান্ডিলে ৫০ হাজার অপরটিতে ৪০ হাজার। এরই মধ্যে অপরিচিত এক লোক এসে তাকে চিনেন এবং তাকে চা খাওয়ার জন্য জোড়াজুড়ি করতে থাকে। আল-আমীন চা খাবেন না বলে পানের দোকানে পান খেতে যায়। এরই ফাঁকে কী ভাবে যে অপরিচিত লোকটি তার সার্টের পকেট থেকে ৫০ হাজার টাকার বান্ডিলটি কৌশলে নিয়ে চলে যায়। একটু পরে পকেটে হাত দিয়ে দেখেন তার ৫০ হাজার টাকার বান্ডিলটি নেই। পরে সে ওই অপরিচিত লোকটি খুঁজতে থাকে কিন্তু তার আর দেখা মিলেনি। একই কায়দায় দেড় সপ্তাহ আগে সোনালী ব্যাংক থেকে ১ লক্ষ টাকা তুলে নীচে নামার পর পরই আত্মীয় পরিচয় দিয়ে টাকা গুনে দেওয়ার কথা বলে ওই দূর্বত্ত টাকা নিয়ে সটকে পরে। পরপর দুই টি ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন ঘটনা টি আমার জানা নেই অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: