কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ দ্বিতীয় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে গত সোমবার সকালে সারাদেশের ন্যায় কাউনিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের
সাবেক সহসভাপতি হাকিবুর রহমান, সাবেক মুক্তি যুদ্ধ বিষয় সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, গনপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা, উপসহকারী প্রকৌলী খন্দকার মমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রাজ্জাক, মডেল কেয়ার টেকার শহিদুল ইসলাম প্রমূখ। উদ্ধোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী, ইমাম,সুধী বৃন্দ ও ধর্মপ্রান মুসলমান উপস্থিত ছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুবিশাল এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণাকেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষাকেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। উক্ত মডেল মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।কাউনিয়া উপজেলায় এমন দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
.jpg)

0 coment rios: