কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া থানা পুলিশ রবিবার (৪ সেপ্টেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে। থানা সূত্রে জানা যায়, রবিবার
(৪ সেপ্টেম্বর ) রাত ১০টায় গোপন সূত্রে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমানের নেতৃত্বে এস আই ওসমান গণি সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তিস্তা ব্রীজের পশ্চিম পাশে নিজপাড়া এলাকায় আবুল কালামের হোটেলের সামনে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট পাটগ্রাম হতে ছেড়ে আসা গাজীপুর মাওনাগামী রংতুলি পরিবহন নামে বাসটি আটক করে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজা সহ দু'জন মাদক কারবারী কে আটক করেন।আটককৃতরা হলেন ,লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পশ্চিম ব্যাজগ্রাম মোজাহিদ আলী মন্টুর পুত্র মোর্শেদ রবিউল (৩২) এবং একই গ্রামের তাইজুল ইসলামের পুত্র শহিদুল ইসলাম সবুজ (২১) কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


0 coment rios: