কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্রে গালস্ স্কুল মোড় বাসস্টান্ড থেকে থানা সড়কের বেহাল দশা! ব্যস্ততম এ সড়কটি দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর খানাখন্দে পরিণত হলেও সংশ্লিষ্টদের উদাসিনতায় সংস্কার হয়নি। উপজেলার সরকারি
অফিস, স্কুল-কলেজ, থানা, তকিপল হাট, ডাকঘর, রেজিষ্ট্রি অফিস,ব্যাংক-বীমাসহ বিভিন্ন এনজিও অফিস যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কটির পানি নিস্কাশন ব্যবস্থা ও সংস্কার না করায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলাবাসী। রোববার (১৪ আগষ্ট) সকালে এ ভোগান্তির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন গালস্ স্কুল মোড় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি শাহ্ মোবাশ্বেরুল ইসলাম রাজু জানান, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে অসংখ্য গর্ত এবং একটু বৃষ্টিতে হাটুপানির সৃষ্টি হয়। এতে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ে ব্যস্ত এ সড়কটি। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকার ফলে ব্যবসা পরিচালনা করতে না পেরে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন থানা রোডের ব্যবসায়িবৃন্দ। নিয়মিত ভাবে ব্যবসায়িরা তাদের ভ্যাট ও ট্যাক্স প্রদান করলেও এতো উন্নয়নের ন্যূনতম সুযোগ-সুবিধাও ভোগ করতে পারছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন জানান, সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সড়কের জলাবদ্ধতা নিরশনে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।


0 coment rios: