কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরেই আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর মাষ্টার পাড়া গ্রামের
বাসিন্দা সমশের হাবিলদারের পুত্র শামীম মিয়া (৪৫) এর সাথে একই গ্রামের বীরমুক্তিযোদ্ধা তরনী কান্ত (৮২) এর বিভিন্ন বিষয় বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মুক্তিযোদ্ধা তরনী কান্ত বাজার থেকে বাড়িতে আসলে প্রতিবেশি শামীম মিয়া পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্য স্টিলের রড দিয়ে মাথায় আঘাত করে। আঘাতে মাথা ফেটে গিয়ে শরীর রক্তাক্ত হয়ে যায়। তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে আসামি শামীম পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে মাথায় ও হাতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে রবিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনতাসের বিল্লাহ্ বলেন রবিবার দুপুরে মামলা দায়ের করার পর পরেই আসামি শামীম মিয়া কে গ্রেফতার করে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
.jpg)

0 coment rios: