মোঃ আসাদুজ্জামান আসাদ, কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণমুলক প্রামাণ্য চিত্র প্রদর্শন
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিন¤্র শ্রদ্ধা জানিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোছাঃ তাহ্মিনা তারিনের সভাপতিত্বে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার ও জেলা আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হাকিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোনতাসের বিল্লাহ্, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সূধীজন উপস্থিত ছিলেন।


0 coment rios: