কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ বাজারে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে শুক্রবার ভোরে বাসের ধাক্কায় মিশু চালক রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। আহত হয়েছে বাসের হেলপার সহ ৩জন যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দু'ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে উত্তেজিত জনতা কে শান্ত করে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, ঢাকা থেকে ভূঙ্গামারী গামী ফাহমিদা হক পরিবহণ যার নং ঢাকা মেট্রো-ব-১৫-০৩৮৩ গত শুক্রবার ভোর ছয়টার দিকে দ্রæত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বেইলী ব্রীজ বাজারে রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিশু চালক রফিকুল ইসলাম (৪৫) কে ধাক্কা দিয়ে বাজারে তিন টি দোকান ভেঙ্গে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। আহত মিশু চালক রফিকুল ইসলাম কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। মিশু চালক খোর্দ্দ ভূতছাড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছের বিল্লাহ্ বলেন, পুলিশ ঘাতক বাস টি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরন লস্কর (মাঠের পাড়) গ্রামে শনিবার রাত ৯.৩০ মিনিটে মৃত মোবারক আলী ছেলে আফসার আলী (৫০) নামক এক ব্যাক্তির মৃত্যু হয় । জানাযায় আফসার আলী সিলিং ফ্যান ঠিক করতে এক পর্যায়ে ছিটকে পরে স্টীলেরবক্সের সাথে লাগলে পরে যায় । শব্দ পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আফসার আলীকে মৃত ঘোষনা করে।
.jpg)

0 coment rios: