প্রতিনিধি। রংপুরের গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ জাতীয় পার্টিতে যোগদান করায় প্রতিবাদ সমাবেশ করেছে মর্ণেয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন।
গত (২১ জুলাই) বৃহস্পতিবার বিকেলে খলিফার বাজারে মর্ণেয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তোফাইলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, ইউনিয়ন আওমীলীগের সদস্য পেয়ারা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রতন মিয়া, ওয়ার্ড আওয়ালীগের সাধারন সম্পাদক চাঁন মিয়া, জান বকস, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শামসুল আলম সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন দীর্ঘদিন জাতীয় পার্টি করার পর কিছু আওয়ামীলীগের উর্ধ্বতন নেতাদের ম্যানেজ করে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়। পরবর্তীতেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে জয়ী হতে পারেন নি। এই দুঃখে আবার পুনরায় জাতীয় পার্টিতে যোগদান করেন। তাছাড়াও জাতীয় পার্টিতে যোগদান কালে আওয়ামীলীগকে কটাক্ত করায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন।


0 coment rios: