কা্উনিয়া(রংপর)প্রতিনিধিঃ ভূয়া সার্টিফিকেটের মাধ্যমে আবু সুফিয়ান নামে এক যুবকের বিরুদ্ধে ড্রাইভার পদে চাকরির ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নারী ঘঠিত ক্যালেঙ্কারী ও নানানভাবে ভয়ঙ্কর প্রতারণা করেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ে কর্মরত রয়েছেন। এঘটনায় রংপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করা হলে বিষয়টি ৭ কর্মদিবসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৮নং ওয়ার্ডের আরাজী গুলাল বুদাই এলাকার রাজিয়া সুলতানা নামে এক নারী গত ১০ এপ্রিল ২০২২ইং তারিখে রংপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন।অভিযোগে উল্লেখ করেন, মহানগরীর ময়নাকুঠি গুলাল বুদাই এলাকার শামসুল আলমের ছেলে আবু সুফিয়ান একজন ভয়ঙ্কর প্রতারক।সে এলাকার মানুষের সাথে নারী ঘঠিতসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। এর মধ্যে গত ২১-১১-২০২০ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং স্বা: অধি:/ সিবিএইচসি/ আউট সোর্সিং/ জনবল- ১৩০ অংশ ২০১৭/ ২২১৩/১ (১৪) গাড়ি চালক (উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা অফিস) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সেই নিয়োগে প্রতারক আবু সুফিয়ান শর্ত ভঙ্গ করে ভুয়া ও জাল শিক্ষাগতযোগ্যতার সার্টিফিকেট দাখিল করে অর্থের মাধ্যমে নিয়োগ নিয়েছেন। এসময় যে স্কুলের সার্টিফিকেট দেখানো হয়েছে, সেই স্কুলে তিনি কোন সময়ে লেখাপড়া করেননি।বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা আবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি রংপুর জেলা প্রশাসন সিভিল সার্জনকে তদন্তের জন্য নির্দেশনা দিলে তারা কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসওকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নোটিশ পাঠিয়ছেন।তবে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন রংপুর সিভিল সার্জন শামিম আহম্মেদ।
তদন্তের বিষয়ের সত্যতা নিশ্চিত করে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা. মীর হোসেন জানান, ঈদের আগে বৃহস্পতিবার তদন্তের চিঠিটি পেয়েছি। যেহেতু অফিস ঈদের ছুটিতে বন্ধ ছিল সে কারণে বর্তমানে কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।



0 coment rios: