কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া ভেলুপাড়া থেকে রাজেন্দ্র বাজার ৫.১০কিঃ মিঃ সড়কের কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়ায় বৃষ্টিতে খানাখন্দে ভরপুর হয়ে গেছে সড়কটি। খানাখন্দে ও রোদে ধুলা বালিতে আর বৃষ্টিতে কাদায় দুর্ভোগে পড়েছেন, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ১৪ উপজেলা সহ কাউনিয়াবাসীর লাখ লাখ মানুষ ও যানবাহন। এছাড়া ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
দ্রæত এই সড়কের কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রংপুর সড়ক ও জনপদ বিভাগের অফিস সূত্রে জানা যায়, কাউনিয়া ভেলু পাড়া থেকে-রাজেন্দ্র বাজার পর্যন্ত ৫ কিলো মিটার রাস্তা নির্মাণে মোট ব্যয় ধরা হয় ১২ কোটি টাকা। রাস্তা নির্মাণে সময় দেওয়া হয় ২০২২ সালের ২৩ সে জুন পর্যন্ত। স্থানীয়রা বলছেন, ঈদের আগে যে তরিঘরি করে কাজকরা হয়েছিল এখন থেমে গেছে। কোনোরকমে রোলার দিয়ে ভিটি বালু আর পাথর দিয়ে ডলে ফেলে রাখা হয়েছে। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। পথচারী মকলেছুর রহমান, হালিম মিয়া, বকুল, হাসান, এমরান বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই ভোগান্তি পোহাচ্ছি। ভারি মালামাল পরিবহন, জরুরি রোগী নিয়ে রাস্তায় চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাসচালক সোহেল ,শাকিল, মনজু, জাকের আলীসহ ঢাকাগামী ড্রাইভার অনেককেই বলেন,এই সড়কে আমাদের নিত্য দুর্ভোগ। তিস্তা থেকে থেকে রংপুর পর্যন্ত যেতে আগে সময় লাগত ৩০ মিনিট এখন সড়কের এমন দশার কারণে যেতে সময় লাগে এক ঘন্টার বেশি। এই সড়কটিকে ঘিরে আমরা চরম দুর্ভোগে পড়েছি। কাউনিয়াসহ ১৫ উপজেলার মানুষের দুর্ভোগ লাঘব করতে দ্রæত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। রংপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম বলেন, কাজ চলমান রয়েছে, আগামী জুন মাসের ২৩ তারিখের মধ্যেই কাজ শেষ করার কথা রয়েছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে ঈদের ছুটির ও বৃষ্টির কারনে বিলম্ব হচ্ছে কাজ রোদ হলেই অতি দ্রæত কাজ শেষ করবেন তারা। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিনুল ইন্টার প্রাইজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।Saturday, May 14, 2022
Author: RDNEWSBD
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: