কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ সুরে সুর মিলিয়ে নতুন বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখকে স্বাগত জানিয়ে বরণ করে নিলো কাউনিয়াবাসী। বৈশাখের প্রথম দিন বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা নববর্ষ ১৪২৯’ উপলক্ষ্যে কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পালন।
বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আত্মপরিচয়ে একাত্ম হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিনের নেতৃত্বে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নবীন, প্রবীণ অসাম্প্রদায়িক মনোবৃত্তির মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম,সহকারী কমিশনার ভুমি মেহেদি হাসান,অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমুখ।


0 coment rios: