কাউনিয়া(রংপুর)ঃ রংপুর জেলার কাউনিয়া ৩নং কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ এর ব্যক্তিগত উদ্যোগ ও তহবিল থেকে কুর্শা ইউনিয়নের ৪টি কমিউনিটি ক্লিনিকে নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে। ১৩ মার্চ বুধবার সকাল ১১টার দিকে ৪টি কমিউনিটি ক্লিনিক এর
কর্মীদের উক্ত নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত পরিষদের মেম্বার সহ আরো অনেকে। বিতরন কালে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মোঃ আব্দুল মজিদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন নেবুলাইজার মেশিন দেওয়াতে এখানকার মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি পাবে। এভাবে ভালকাজে আরো পরোক্ষভাবে থাকার আহবান জানান এলাকাবাসী।
.jpg)

0 coment rios: