বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাগেরহাট সদর উপজেলা দল।
শনিবার বিকেলে, শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে মোল্লারহাট উপজেলা দলকে বাগেরহাট সদর উপজেলা দল পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন বিদেশি রিক্রুুট স্ট্রাইকার সোলায়মান।
খেলাশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান । উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধরী জাকির হোসেন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান।

0 coment rios: