কাউছার মাহমুদ দিদারঃ ৪ জানুয়ারি ২০২২ বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ এর আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান আজ ৯ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন এ-র সভাপতিত্বে
সাধারণ সম্পাদক সামিউদ দৌলা সিমান্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য দ্বীপরত্ম আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলহাজ্ব শাহজাহান বিএ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু তাহের (ডেলটা) আশ্রাফ উল্যা আসিফ সহ ছাত্রলীগ নেতাকর্মীগন। সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের ভুয়সী প্রশংসা করে এমপি মিতা বলেন ছাত্রলীগ কোন টেন্ডারবাজি চাঁদাবাজিতে নেই। সুমন সিমান্তের এ-ই ছাত্রলীগ অত্যান্ত সুসংগঠিত। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। মিতা এমপি বলেন আমরা একটা আদর্শ ধারণ করি সেটা মুজিব আদর্শ, মুখে যা বলি অন্তরে তা লালন করতে হবে।
পরে উপজেলা ছাত্র লীগের উদ্যোগে এমপি মিতার পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি হুইল চেয়ার বিতরণ করে অনুষ্ঠান শেষ হয়।

0 coment rios: