এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৩৫তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে মহিলা কৃষি ইনস্টিটিউট ভবনে বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজ্জাক শেখ,৪ নং দৈবজ্ঞহাটি চেয়ারম্যান মো.শামসুর রহমান মল্লিক। উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিসার ইনচার্জ ড. মোখলেছুর রহমান।
৩৫ তম এই ব্যাচে কম্পিউটার প্রশিক্ষণ, ড্রেস মেকিং ও বিউটিফিকেশন ট্রেডে ১০০ জন আবাসিক নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। একই অনুষ্ঠানে ৩৪ তম ব্যাচের ৬০ জনের মাঝে সনদ ও ভাতার টাকা বিতরণ করা হয়।

0 coment rios: