এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত। একইদিন বিকেলে সাবেক সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন।
১০ ই জানুয়ারী এ দিবসটি উপলক্ষে সোমবার সকালে র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে বেলা ১১ টায় মোরেলগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন সভাপতিত্ব করেন। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুবলীগ আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা আওয়ামী লীগ সভাপতি আজমিন নাহার, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, স্বেচ্চাসেবক লীগ আহবায়ক মো. ইলিয়াস হোসেন দুলাল, কৃষকলীগ আহবায়ক আব্দুল হালিম জোমাদ্দার, মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ প্রমূখ। সভা শেষে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু, তার পরিবার ও মুক্তি যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অপরদিকে একইদিন বিকেলে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের নিয়ে উপজেলার কচুবুনিয়া এলাকায় সাবেক প্রতিমন্ত্রী, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করেন।

0 coment rios: