কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ গতকাল রবিবার রাতে সোনালী ব্যাংক নিচতলা ডাচ্- বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) পরিচালক মোঃ আখতারুল ইসলাম (জাদু) ও ওয়ান টু নাইনটি নাইন-এর পরিচালক আশিক বিন নাসির (অন্তর)-এর সার্বিক সহোযোগিতায় দোকান মালিক ও কর্মচারিদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। উক্ত বনভোজন
অনুষ্ঠানে কাউনিয়া থানা রোড দোকান মালিক সমিতির সভাপতি শাহ, রাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাসির সুপার মার্কেটের স্বত্তাধিকারী মোঃ নাসির উদ্দিন, গয়না ঘর জুয়েলার্সের মালিক উজ্জল সরকার, হোমিও ডাঃ রাবিন্দ্রনাথ বর্ম্মন, সাংবাদিক জহির রায়হান, সুতা ঘর এর বকুল কুমার রায়, আসাদুজ্জামান আসাদ,মানিক কম্পিউটার,সৌরভ কুমার সিং,মানিক থাই,নিতাই চন্দ্র,জুয়েল সরকার,শহিদুল এ্যালুমিনিয়াম,আবির আলী,নজরুল প্রমুখ। পরে অনুষ্ঠানে র্যাফেল- ড্র হওয়ার পর বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
0 coment rios: