কাউনিয়া(রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার তিস্তা ব্রীজ সংলগ্ন রাজেন্দ্র বাজারের কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নাইট কোচের চাপায় গতকাল রোববার সকাল ৮টার দিকে মটর সাইকেল আরোহী তাজুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, রোববার সকাল ৬টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ফরাজী পাশা গ্রামের গোপালের খামার
বটতলা এলাকার আব্দুস সালামের ছেলে পুলিশ কনস্টেবল তাজুল ইসলাম (৩৮) মটর সাইকেল যোগে তার কর্মস্থল পীরগাছা থানায় যাওয়ার পথে কাউনিয়া উপজেলার তিস্তা ব্রীজ সংলগ্ন রাজেন্দ্র বাজারের সন্নিকটে সকাল ৮টার দিকে পৌঁছিলে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী অজ্ঞাত নাইট কোচ তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তাজুল ইসলাম ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

0 coment rios: