বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে । বুধবার (৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সরুস্থ দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ করে।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শেখ শমসের আলী মোহন, পৌর সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হীরো, পৌর সাধারন সম্পাদক মনিরুলজ্জামান মনি, যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের সভাপতি আতিয়ার সরদার, যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, বাগেরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাবুদ্দৈালা জুয়েল, পৌর যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ওমর আলী মুন্না প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। প্রতিবাদ কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিস্বার্থ মুক্তি চান নেতাকর্মীরা।

0 coment rios: