কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃনানা আয়োজনের মধ্যদিয়ে লড়াই-সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্যবহ বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে কাউনিয়া উপজেলা ছাত্রলীগ।
বুধবার (০৪জানুয়ারি) দুপুরের জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা ঘটে। এরআগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়।পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।অনুষ্ঠানে ছাত্রলীগের সহ সভাপতি জামিল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমশের আলী, যুব মহিলালীগ সভাপতি হাসনা পারভিন মুক্তি, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের , সাধারণ সম্পাদক দিলদার আলী,
বালাপাড়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু , টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনোয়ারুল ইসলাম রানা সাধারণ সম্পাদক সোহেল রানা, রিচন সহ সকল ইউনিয়ন এর ছাত্রলীগের নেতা কর্মী।

0 coment rios: