কাউনিয়া, প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রাম থেকে এক মানসিক প্রতিবন্ধী কিশোর (১৫) হারিয়ে গেছে। গত ৩০ ডিসেম্বর ২০২১ বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তারা জানান, মানসিক প্রতিবন্ধী কিশোর ছেলেটির নামঃ মিঠুন মিয়া পিতার নামঃ মৃত-আব্দুর রউফ,ছেলেটির বয়স আনুমানিক-১৫ বছর। উচ্চতা-৪.৫ ইঞ্চি। ছেলেটির গায়ের রং ফর্সা। ছেলেটি হারিয়ে যাওয়ার সময় পরনে ছিলো খাকি কালার হাপ প্যান্ট ও মাটিয়া কালার সুইটার। নিজ বাড়ি থেকে সবার অগোচরে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোন সহ্নদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নে ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছেলেটি মানসিক ভারসাম্যহীন (বাকপ্রতিবন্ধী)
গ্রামঃ হলদিবাড়ী,থানাঃ কাউনিয়া
উপজেলাঃ কাউনিয়া,জেলাঃ রংপুর।
মোবাইল-০১৭১৭-৬৮০৭৭৩
০১৭১৭-৯৭৫১২৩

0 coment rios: