এনায়েত করিম রাজিবঃবাগেরহাট জেলা প্রতিনিধিঃবা গেরহাটের মোরেলগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ।
রালি শেষে পৌর পার্কে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য এ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শাহ ই আরম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের কার্য নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

0 coment rios: