বাগেরহাট জেলা প্রতিনিধিঃফাইনালে ইউনিটি অব মোরেলগঞ্জ টিমকে ৬ উইকেটে পরাজিত করে বন্ধন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন । চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্স আপ দলকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বারইখালী ইউনিয়নের ঠাকুরের কাছারি উত্তর সুতালরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী।বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ এর সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অভিজিৎ রাহুল বেপারীর সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. সিদ্দিকুর রহমান খান, মো. ইখতিয়ার হোসেন দিলাল, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মো. মুনছুর আলী শেখ,সমাজ সেবক আলহাজ্ব আবু সালেহ বেপারি প্রমুখ।উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একতা দুর্নিবার সংঘের উদ্যোগে বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান কাপ ১৬ দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

0 coment rios: