সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, December 8, 2021

বাগেরহাটে ১ লাখ ৬৯ হাজার শিশুরা খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগরেহাট ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জন শিশুক ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে বাগরেহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের অরিয়েটশন কর্মশালায় এসব তথ্য জানানা হয়।

সাংবাদিকদের অরিয়েটশন কর্মশালায় বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. সুব্রত দেবনাথ,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, দেলোয়ার হোসেনসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্হিত ছিলেন।

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের নির্ধারিত ৪ দিন ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৮৪৫ জন শিশুকে নিল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার ৬৫১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই বয়সের মধ্য অতিরিক্ত কোন শিশু থাকলে তাদের জন্যও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্হা রয়েছে। জেলার ৯টি উপজলা ও দুটি পৌরসভার এক হাজার ৮৫৮টি কেদ্রে টিকা দেওয়া হবে। এই কর্মযজ্ঞের জন্য স্বাস্হ্য বিভাগের ৬৯৩ কর্মীসহ ৩ হাজার ৭১৬ জন স্বেছাসেবক দায়িত্ব পালন করবেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, কোভিডের কারণে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গুরুতর অসুস্হ্য কোন শিশু এই ক্যাপসুল খেতে পারবে না। কিভাবে খাওয়ানো হবে এ জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মীকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। এই ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত কর প্রচার-প্রচারণা চালানো হয়েছে। নির্ধারিত বয়সের জেলার সকল শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে পারবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: