এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের তাতীলীগের ১১ কমিটি বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ( ৮ডিসেম্বর) মোরেলগঞ্জ উপজেলা তাতীলীগের সভাপতি মো.হাসানুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এক সভায় তাতীলীগের উপজেলা কমিটিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে জিউধরা ইউনিয়নের তাতীলীগের দীর্ঘ দিনের প্রত্যাশা পুরনের জন্য জিউধরা ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা করে তিন মাসের জন্য ১১ কমিটি বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মো. খোকন খানকে আহবায়ক ও মিন্টু বিশ্বাসকে যুগ্ন আহবায়ক করে এ কমিটি ঘোষনা করেন।কমিটির অন্যন্য সদস্যরা হলেন- কামাল হাওলাদার আহবায়ক,রুহুল আমীন সদস্য সচিব, সদস্য অসীম হালদার,নুর মোহাম্মদ, সুশান্ত মাঝি,মিজানুর রহমান বাচ্চু খান,মনির হাওলাদার,কামাল হাওলাদার,মো.মুনসুর আলী।
এবং তাদেরকে আগামী তিন মাসের মধ্যে একটি পুর্নাঙ্গ কমিটি করতে নির্দেশ দেয়া হয়।

0 coment rios: