বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের “পুষ্টি উন্নয়ন অংশগ্রহনমূলক সমন্বিতপ্রকল্প-ক্রেইন” বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাগেরহাট শহরের পৌরসভা ক্রেইন প্রকল্পের কার্যালয়ে ক্রেন প্রকল্পের আয়োজনে এইমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণসম্পাদক আহাদ হায়দার, কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইয়ডে কমিউনিকেশন কো-অর্ডিনেটরআফরোজা শারমিন, ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়ক খালেদা হোসাইন মুন,নিউট্রিশন কো-অর্ডিনেটর রুমানা শারমিন, হোসেনেয়ারা, রুপান্তরের এ্যাডভোকেসি কো অটির তসলিম আহমেদ টঙ্কার, , সাংবাদিক সৈয়দ শওকত হোসেন এসএম রাজ,, অলীপ ঘটক, ইনজামামুল হক, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান,সোহাগ হাওলাদার, , এসএস শোহান, তানজীম আহমেদসহ ক্রেন প্রকল্পেরকর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভায় সমন্বিত পুষ্টি বিষয়ে গনমাধ্যমের ভূমিকা আলোচনা করা হয়। পুষ্টি হীনতা রোধে সাংবাদিকদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ইরোপীয় ইউনিয়নের অর্থায়নে “পুষ্টি উন্নয়ন অংশগ্রহনমূলক সমন্বিত প্রকল্প-ক্রেইন” নামক প্রকল্পটি বাগেরহাট জেলার মোল্লাহাট, মোংলা,শরণখোলা ও কচুয়ার মা ও শিশুর পুষ্টি উন্নয়নে কাজ করছে।

0 coment rios: