সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Monday, December 27, 2021

মোরেলগঞ্জে গ্রীল কেটে ডাকাতি ও গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, স্থানীয়রা বলছেন রহস্যজনক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের পিসি বারইখালীতে বসতবাড়ির গ্রীল খুলে ডাকাতি ও গৃহবধূকে বেঁধে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বারইখালী গ্রামের সেকেন্দার আলী হাওলাদারের গ্রীস ফেরত পুত্র হারুন অর রশিদ হাওলাদারের বসতঘরে এ ঘটনা ঘটে।



নির্যাতিতা ওই গৃহবধুকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত ( সন্ধ্যা ৭ পর্যন্ত) পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। সরেজমিনে গেলে গৃহকর্তা হারুন অর রশিদ (৫২) বলেন, আনুমানিক রাত ২টার দিকে জানালার গ্রীল ভেঙ্গে ৮-১০জন মুখোশ পরিহিত লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে হারুন ও তার স্ত্রীকে (৩৬) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও সাড়ে ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেল চালক নাজমুল আমাকে মোটরসাইকেলে মোরেলগঞ্জে নিয়ে যেতে বাড়িতে আসলে প্রথমে সে আমাকে উদ্ধার করে। পরে প্রতিবেশী মনির সহ ধীরে ধীরে সবাই আসতে থাকে।আগত ডাকাত দলকে চিনতে পেরেছেন কিনা প্রশ্নের জবাবে হারুন জানান, তার স্ত্রী নাকি চিনতে পেরেছেন।স্থানীয়দের মধ্যে কযেকজনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি রহস্যজনক বলে জানান। এদিকে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: