বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মো. শহিদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি বীরমু্ক্তিযোদ্ধা
নকীব সিরাজু্ল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মো. জিয়াদুল করিম জাহিদ ও আবু সাঈদ শুনু। সম্মেলন শেষে উপস্তিত সবার মতামতের ভিত্তিতে মো. আকরাম হোসেনকে সভাপতি ও মো. রওনক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যর বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২০২২ ও ২০২৩ দ্বায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে বাগেরহাটের ৯টি উপজলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

0 coment rios: