এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃবিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এস এম মনিরুল হক এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ হেলাল উদ্দিন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মোরেলগঞ্জ এ সি-লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে শেখ হেলাল উদ্দিন গোল্ডকাপ খেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম)।
মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুস্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন,সাবেক সচিব রনজিত ঘরাই।উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,জেলা পরিষদ সদস্য মোঃ শাহাবুদ্দিন তালুকদার, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা,মাকসুদা আক্তার মুক্তা,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী খান। এ সময়ে অনন্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন,হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তি্যোদ্ধা আকরাম হোসাইন, হোগলাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টি এম রিপন, মোরেলগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, উপজেলা তাতীলীগ সাধারণ সম্পাদক কে এম শহিদুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক। এ সময়ে উদ্ভোধন পরবর্তী বক্তৃতায় অতিথিবৃন্দ মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

0 coment rios: