এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলপ) এর আওতায় রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) সকালে ধাঁনসিড়ি হোটেলের হলরুমে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দোকার মুহাম্মদ রিজাউল করিম। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেএম
আরিফুল ইসলাম পিপিএম,সহকারী সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: রফিকুল ইসলাম,পরিরবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ দাস, ট্রাফিক ইন্সপেক্টর মো: মামুনুর রশিদ,সাংবাদিক ইসরাত জাহান,সৈয়দ শওকত হোসেন,কবি সৈয়দা তৈফুন নাহার,হরিনখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাতুল হাফিজ,ব্রাকের জেলা সমন্বয়কারী মো: ইদ্রিস আলম, জেলা ব্যবস্থাপক (সেলফ) পলাশ হালদার,ডেপুটি ম্যানেজার মো: ইসমাইল হোসেন,মো: হারুন,অফিসার(সেলফ) মো: আ: হান্নান, ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, এছাড়া শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, বাগেরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ইয়ুথ লিডার এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন। ব্রাকের প্রতিনিধিরা জানান ব্রাকের এই প্রকল্পের মাধ্যমে সকল কিশোর-কিশোরি ও তরুন জনগোষ্ঠি/লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে নিজেদেও যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে চাহিদা ও অধিকারের কথা বলতে এবং সঠিক সিন্ধান্ত নিতে পারে ও সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে সক্রিয় ভুমিকা পালন করবে। এ সময় ইয়ুথ সদস্যরা যাতে যৌন প্রজনন স্বাস্থ্য সেবায় সচেতনাতামুলক কর্মকান্ড পরিচালনা করতে পারে সে বিষয়ে খোলামেলা আলোচনা হয় এবং সবাই এক সাথে কাজ করবে বলে অঙ্গিকারাবদ্ধ হয়।

0 coment rios: