কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত হারভেষ্টপ্লাস বাংলাদেশ এর অর্থায়নে কোর প্রোগ্রামের আওতায় ১২ ডিসেম্বর ২০২১ তারিখে কাউনিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটরিয়ামে জিংক ধান ভেল্যু চেইন এ্যাক্টরদের মতবিনিময় কর্মশালা
অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান । কর্মশালার উদ্দেশ্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহীনুর ইসলাম। তিনি বলেন, বর্তমানে মানসম্মত জিংক সমৃদ্ধ ধান বীজের উৎস এবং কৃষকের উৎপাদিত ধান থেকে রাইস মিলার ও চাল ব্যবসায়ীদের মাধ্যমে সাধারন মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে কার্যক্রমের পরিধি আরো গতিশীল হচ্ছে। বায়োফর্টিফাইড ক্রপস হিসেবে আসন্ন বোরো মৌসুমে অধিক ফলনশীল ও জিংক সমৃদ্ধ জাত ব্রিধান ৭৪ এবং জিংক ও আয়রন সমৃদ্ধ জাত ব্রিধান ৮৪ এর উৎপাদন বাড়ানোর পাশাপাশি জিংক সমৃদ্ধ চাল ভোক্তার নিকট সহজে পৌঁছানোর কৌশল আলোকপাত করেন।কর্মশালায় অংশগ্রহনকারী সকলেই জিংক ধান উপাদন, প্রচারনা ও অভিজ্ঞতার বিষয়ে মতামত প্রকাশ করেন এবং উপলদ্ধি করেন যে, বর্তমান সময়ে জিংক অতি প্রয়োজনীয় খনিজ উপাদান এবং এর অভাবে শিশু ও মায়েদের স্বাস্থ্যগত মারাতœক ঝুঁকি বাড়ে। তাই জিংকের ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ ধান উৎপাদনে সকলের এগিয়ে আসা উচিত। উল্লেখ্য যে, কর্মশালায় নেতৃস্থানীয় ২০ জন কৃষক-কৃষানী, ০৪ জন বীজ ও কৃষি উপকরণ বিক্রেতা, ০৫ জন কৃষি উদ্যোক্তা, বীজ কোম্পানী প্রতিনিধি ০১ জন ও মিডিয়া কর্মীসহ মোট ৩৮ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।

0 coment rios: