বাগেরহাট প্রতিনিধিঃগাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিজন বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক বার্তা দিয়েছেন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন, নির্বাহি
সমন্বয়ক শিউলি খান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, সাধারন সম্পাদক মো. আলতাফ হোসনে, জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল শাখার সভাপতি সাধারণ সম্পাদকগন ও বাগেরহাট জেলা শাখার নেতৃবৃদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মৃত বিজন বিশ্বাস বুধবার (২২ডিসেম্বর) রাতে বাগেরহাট সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

0 coment rios: