কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 'বন্ধুত্বের টানে এসো মিলি হৃদয়ের বন্ধনে" এ শ্লোগান নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় ও অন্যান্য স্কুলের এস এস সি '৯৬ ব্যাচের সংগঠন "আমরা ৯৬ কাউনিয়া " এর উদ্যোগে রজতজয়ন্তী ও পুণর্মিলনী তিস্তা সড়ক সেতু পার্কে গত শনিবার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সহশিক্ষক মহেন্দ্র বর্মণ, আমরা'৯৬ ব্যাচের রজতজয়ন্তী ও পুণর্মিলনী সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক জাহাঙ্গীর হাসান সদস্য সচিব আহসান সিদ্দিক পল্লব , শহিদুল ইসলাম মনিরুজ্জামান মজনু, কার্তিক চন্দ্র, সাংবাদিক জহির রায়হান, জুলফিকার, সাঈদ আঃ গফফার, মাহাবুব, মানিক আশফিকা বুলবুল পেস্তা, রত্না মিরা, রুমি, রুবন সুজন মুহিত রানা প্রমূখ। শনিবার দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্তে পিকনিক স্পটে রজতজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানমালায় ছিল প্রীতি ভোজ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র,প্রাক্তন শিক্ষক গণ কে সংবর্ধনা, আমরা'৯৬ এস এস সি ব্যাচের প্রয়াত বন্ধুদের স্ত্রী ও সন্তানদের কে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শেষে আমাদের মাঝ থেকে ৩ জন বন্ধু মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়...।

0 coment rios: