বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোল্লাহাটে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চরগাড়ফা গ্রামে জনৈক শিমুলের বাড়িতে ওই দম্পতির শোবার ঘর থেকে তাদের গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত জনি (২২) উপজেলার চরগাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং তার স্ত্রী নাহিদা আক্তার (১৮) একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে।
গত দুই মাস পুর্বে ঐ দম্পতি বিয়ে করেন। এ মৃত্যুর বিষয়ে তাদের পরিবার কিছু জানাতে পারেনি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, প্রতিবেশী জনৈকা রাশিদা বেগম ঘরের আড়ার সাথে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে সঠিক কারন জানা যাবে। তাদের পরিবারের পক্ষে থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

0 coment rios: