নিজস্ব প্রতিবেদক , তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
৬ ইউনিয়নের মধ্যে ৩টিতে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী ৩ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা রিটানিং অফিস ও প্রাপ্ত ফলাফলে জানা যায়, সারাই ইউনিয়নে জয়ী হয়েছেন মো. আশরাফুল ইসলাম (নৌকা)। তিনি পেয়েছেন ৪৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৩৭৭০ ভোট।
হারাগাছ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রাজু আহমেদ (আনারস) ৩৭২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নূরুল ইসলাম মাষ্টার (মোটর সাইকেল) পেয়েছেন ৩৫১৫ ভোট।
কুর্শা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মজিদ (আনারস) ৯৬৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হোসেন সরকার (নৌকা) পেয়েছেন ৯৩৪৯ ভোট।
শহীদবাগ ইউনিয়নে মো. আব্দুল হান্নান (নৌকা) ৫২৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রমজান আলী সুমন (ঘোড়া) পেয়েছেন ৩১২৩ ভোট।
বালাপাড়া ইউনিয়নে মো. আনছার আলী (নৌকা) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৩৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ আলী (ঘোড়া) পেয়েছেন ৪৯৪২ ভোট।
টেপামধুপুর ইউনিয়নে স্বতস্ত্র প্রার্থী মো. রাশেদুল ইসলাম (মোটর সাইকেল) ১২৩০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম শফি (নৌকা) পেয়েছেন ৮৩৭৮ ভোট।
গত রোববার রাতে ৬ ইউনিয়নের ৫৪ ওয়ার্ডে সাধারণ সদস্য ও ১৮ সংরক্ষিত মহিলা সদস্যসহ চেয়ারম্যান পদে বিজয়ীদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোছা. সুমিয়ারা পারভীন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়। কোথাও কোন অনিয়মের ঘটনা ঘটেনি।

0 coment rios: