সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Monday, November 29, 2021

কাউনিয়া ৬ ইউনিয়নে নৌকা ৩ স্বতন্ত্র ৩

নিজস্ব প্রতিবেদক , তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপিনির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলার  ইউনিয়নে সুষ্ঠু  শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

  ইউনিয়নের মধ্যে ৩টিতে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী  ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।



উপজেলা
 রিটানিং অফিস  প্রাপ্ত ফলাফলে জানা যায়সারাই ইউনিয়নে জয়ী হয়েছেন মোআশরাফুল ইসলাম (নৌকা) তিনি পেয়েছেন ৪৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাহিদুল ইসলাম (লাঙ্গলপেয়েছেন ৩৭৭০ ভোট।

হারাগাছ
 ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোরাজু আহমেদ (আনারস৩৭২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনূরুল ইসলাম মাষ্টার (মোটর সাইকেলপেয়েছেন ৩৫১৫ ভোট।

কুর্শা
 ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোআব্দুল মজিদ (আনারস৯৬৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হোসেন সরকার (নৌকাপেয়েছেন ৯৩৪৯ ভোট।

শহীদবাগ
 ইউনিয়নে মোআব্দুল হান্নান (নৌকা৫২৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরমজান আলী সুমন (ঘোড়াপেয়েছেন ৩১২৩ ভোট।

বালাপাড়া
 ইউনিয়নে মোআনছার আলী (নৌকাজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৩৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোইউসুফ আলী (ঘোড়াপেয়েছেন ৪৯৪২ ভোট।

টেপামধুপুর
 ইউনিয়নে স্বতস্ত্র প্রার্থী মোরাশেদুল ইসলাম (মোটর সাইকেল১২৩০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশফিকুল ইসলাম শফি (নৌকাপেয়েছেন ৮৩৭৮ ভোট।

গত
 রোববার রাতে  ইউনিয়নের ৫৪ ওয়ার্ডে সাধারণ সদস্য  ১৮ সংরক্ষিত মহিলা সদস্যসহ চেয়ারম্যান পদে বিজয়ীদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোছাসুমিয়ারা পারভীন বলেনসুষ্ঠু  শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়। কোথাও কোন অনিয়মের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: